Breaking News
Loading...
Saturday 7 December 2013

Info Post
৫টি ঘরোয়া নিরাময়!

১. হাসতে গিয়েও হাসতে পারছেন না? একটু সরিষার তেল এবং লবন মিশিয়ে দাঁতে লাগান, দাঁত হবে ঝকঝকে সাদা আর মজবুত।
২. নিজেকে কিছুটা স্বাধীনতা দিন! খালি পায়ে দৌঁড়াতে ভাল লাগে? এটি আপনার পা কে শক্তিশালী এবং সচল করে।
৩. জ্বর হলে বেশি করে পানীয় এবং ফলের রস যেমন, বেদানা বা কমলার রস খান।
৪. খাওয়ায় অরুচি ও ক্ষুধা মন্দা হলে ১-৩ গ্রাম আদা খোসা ছাড়িয়ে মিহি করে কুচিয়ে নিনএবং তার সাথে লবন এবং কয়েক ফোটা লেবুর রস মিশিয়ে প্রতিদিন একবার করে ৭-৮ দিন খান।
৫. মধু খাওয়ায় সতর্কতা।নিন্ম লিখিত খাবারের সাথে মধু খাওয়া যাবে না।ক) মধুর সাথে কোন গরম খাবার।খ) সমান মাত্রায় মধু এবং ঘি।গ) মধু ও ঘোল।ঘ) মধু ও খিচুরী।

ফেসবুকের নিয়ম অনুসারে পেইজ এর পোস্ট এ নিয়মিত লাইক, কমেন্ট না করলে ধীরে ধীরে পোস্ট আর দেখতে পাবেন না। তাই পোস্ট ভাললাগলে লাইক দিয়েশেয়ার করে পেজে একটিভ থাকুন

সুত্রঃ-facebook
Next
This is the most recent post.
Older Post

1 comments:

  1. প্রিয়জন ও বন্ধু-বান্ধবের জন্য সুন্দর সুন্দর SMS পেতে দেখুন- http://nicesmsbd.com

    ReplyDelete